তালায় স.ম আলাউদ্দীনের হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শহীদ স.ম আলাউদ্দীনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে তালা ডাকবাংলোর সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৪সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় সর্ব স্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণে মানববন্ধন করা হয়।
তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেনের সভাপতিত্বে ও আ.লীগ নেতা আতিয়ার রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগনেতা মুক্তিযোদ্ধা এমএম ফজলুল হক, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার, উপজেলা ওলামা লীগের আহবায়ক আনছার আলী, মুক্তিযোদ্ধা কোহিনুর বিশ্বাস, মোহাম্মদ আলী, আওয়ামী লীগনেতা সম আক্তারুল আলম, সৈয়দ ইদ্রিস, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শেখ জাহিদুর রহমান লিটু সহ প্রমুখ।
Please follow and like us: