হাতুরুকে কৃতিত্বই দিচ্ছেন তামিম
এশিয়া কাপের প্রথম ম্যাচে সাবেক গুরু হাতুরু সিংহের শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যদিও বাংলাদেশ ক্রিকেটে চন্ডিকা হাতুরুসিংহে এখন অতীত। কিন্তু আবারো আলোচনায় বাংলাদেশের সাবেক প্রধান কোচ। দেশের ক্রিকেটের হাল ধরতেই বাংলাদেশ ছেড়েছিলেন হাতুরু। কিন্তু আলোচনা, সমালোচনায় বারবার সংবাদমাধ্যমে এসেছেন তিনি। তাই এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে নামার আগে আবারো আলোচনায় সেই হাতুরুসিংহে।
মূলত বাংলাদেশ ছাড়ার আগে সিনিয়র খেলোয়াড়দের নিয়ে একরাশ অভিযোগ তুলেই বিদায় নিয়েছিলেন হাতুরু। আর যেকারণে খেলোয়াড় ও কোচের সঙ্গে মনোমালিন্যের বিষয়টি প্রকাশ্যে আসে।
তবে কি এশিয়া কাপে হাতুরুর বিপক্ষে প্রতিশোধের জন্য মাঠে নামবে বাংলাদেশ? এমন প্রসঙ্গ উঠতেই তামিম ইকবাল জানিয়ে দিলেন, ভাবনাটা একেবারেই ভুল! বরং বাংলাদেশ দলের উত্থানে ইতিবাচক দৃষ্টিভঙ্গিই তুলে ধরলেন তামিম।
সাবেক কোচের বিপক্ষে কোনো প্রতিশোধ দেখছেন না দেশ সেরা ওপেনার। তিনি বলেন, হাতুরুসিংহের বিপক্ষে প্রতিশোধ নয়, তবে শ্রীলংকার বিপক্ষে জয়ের জন্য খেলবে বাংলাদেশ।
ভিসা সংক্রান্ত জটিলতা কাটিয়ে এরইমধ্যে দুবাই পৌঁছেছেন তামিম। সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অবশ্যই আমরা আমাদের সাবেক কোচকে হারাতে চাই। তবে খুব ভালো মানসিকতা নিয়ে, কোনো প্রতিশোধ নেয়ার জন্য নয়।
তামিম মনে করেন, শুধু হারানোর ভাবনা নিয়ে মাঠে নামলে চলবে না। ভালো ও প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের কোনো বিকল্প নেই জানিয়ে বলেন, শুধু শ্রীলংকাকে হারানোর কথা ভাবলে কাজ হবে না। খুব ভালো ক্রিকেট খেলার ব্যাপারে অবশ্যই মনোসংযোগ দিতে হবে।
সংবাদ সম্মেলন থেকে যাওয়ার আগে সাবেক কোচ সম্পর্কে ইতিবাচক ভাবনায় জানালেন তামিম। তিনি বলেন, আমরা তার সঙ্গে অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়েছি। চার-পাঁচ বছর কেউ কোচ হিসেবে থাকলে সম্পর্কের উত্থান-পতন থাকবেই। কিন্তু কোচ হিসেবে আমাদের জন্য তিনি ছিলেন অসাধারণ। কেউ তার কাছ থেকে এই কৃতিত্ব ছিনিয়ে নিতে পারবে না।