Post Views:
৪৮৪
বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা সদর থানার এসআই রইচউদ্দীন শরীফ বাঁশদহার রেউইবাজার এলাকা হতে তাকে আটক করেন।
রমজান আলী সদরের কামার বায়সা গ্রামের মৃত রজব আলী মোল্লার ছেলে।
সাতক্ষীরা সদর থানার এস আই রইচউদ্দীন শরীফ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তার নামে একাধিক নাশকতার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। তাকে আদালতে প্রেরণ করা হবে।
Please follow and like us:
20