সাতক্ষীরা জেলা ছাত্রদলের সেক্রেটারি মমতাজুল গ্রেফতার
কলারোয়া পুলিশের অভিযানে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি ও বিএনপির তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের ভাইপো মমতাজুল ইসলাম চন্দনকে (৩০) গ্রেফতার করেছে। থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ কলারোয়া বাজার সংলগ্ন সুমন বেকারীতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার পরিকল্পনার সময় তাকে আটক করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
Please follow and like us: