কালিগঞ্জ উপজেলা পর্যায়ে শহীদুল ইসলাম শ্রেষ্ঠ কাব স্কাউটস শিক্ষক মনোনীত
প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রলয়ের প্রস্তাবিত কর্মসূচী বাস্তবন করার লক্ষ্যে গতকাল সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর নেতৃত্বে অফিস কক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ে উপর শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে।উক্ত উপজেলা পর্যায়ে সন্ন্যাসিনীর চক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহীদুল ইসলাম বাংলাদেশ কাব- স্কাউটস বিষয়ে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত হয়েছে। তিনি ২০১৪ সালে সাতক্ষীরা জেলা কাব স্কাউটস ভবন থেকে ৩১৪ তম বাংলাদেশ কাব- স্কাউটস এর বেসিক কোর্সও ২০১৪ সালে বাংলাদেশ কাব – স্কাউটস আঞ্চলিক অফিস পুলের হাট যশোর থেকে ৩১৬ এডভান্স কোর্স এবং ২০১৪ সালে বাংলাদেশ কাব- স্কাউটস আঞ্চলিক অফিস পুলের হাট যশোর থেকে ৪৩ তম স্কিল কোর্স সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি ইউনিয়ন, উপজেলা জেলা পর্যায়ে বিভিন্ন কাব ক্যাম্পুরী সহ সাতক্ষীরা ৪র্থ কাব ক্যাম্পুরী সেকেন্দার জিল্লুর রহমান ক্যাম্পরী পুলেরহাট যশোর ক্যাম্পিং করে কৃর্তত্ব সাথে গৌরব অর্জন করেন। তিনি উচ্চতর গৌরব অর্জনে জন্য সকলের দোয়া কামনা করেছেন। এদিকে আরো অন্যান্য বিষয়ে তিন জন শিক্ষক কালিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত হয়েছে।