কলারোয়ার বোয়ালীয়ায় সরকারি রাস্তার জায়গা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার সকালে কলারোয়ায় সরকারি রাস্তার জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন-কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালীয়া গ্রামের কৃষক আব্দুর সাত্তার। তিনি বলেন- বোয়ালীয়ার ফকিরপাড়া মোড়ে সাড়ে ৫ফুট সরকারি রাস্তার জায়গা দখল করে কোয়াক ডাক্তার খানা খুলে দোকান ঘর বসিয়েছে এক ভুমিদূষ্য। ওই জায়গায় নিয়মিত জনসাধারণ সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হচ্ছে। এর প্রতিবাদ করাতে কোয়াক ডাক্তার ইমাদুল হক তাকে তার দুই নিরহ ছেলে হাফিজুল ইসলাম ও মফিজুল ইসলামের নামে বিভিন্ন জায়গায় হয়রানী মূলক ভাবে দরখাস্ত ও পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করে চলেছে। এমনকি বোয়ালীয়া ফকিরপাড়া মোড়ে কৃষক আব্দুস সাত্তার তার নিজের জমিতে দুই ছেলে হাফিজুল ইসলাম ও মফিজুল ইসলাম দোকান ঘর নির্মাণ করতে গেলে বাধা প্রদান করছে ওই কোয়াক ডাক্তার এমাদুল। এবিষয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন-কোয়াক ডাক্তার এমাদুল হক খুব খারাব প্রকৃতির মানুষ। যাকে খুশি তাকে নিয়ে খারাব মন্তব্য করে। তিনি এ বিষয়ে কিছুই জানেন না অথচ একটি পত্রিকায় তার নাম জড়িয়ে মিথ্যা বানোয়াট একটি সংবাদ প্রকাশ করেছে। সরকারি রাস্তার জায়গা দখল মুক্ত করার দাবীতে শত শত এলাকাবাসী এই সংবাদ সম্মেলনে অংশ গ্রহণ করেন। বোয়ালীয়া ফকিরপাড়া মোড়ে,কলারোয়া পৌর প্রেস ক্লাবের ব্যানারে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য নজরুল ইসলাম, এলাকাবাসীর পক্ষে- আয়ুব হোসেন, রিপন হোসেন, মোক্তার, জাহাঙ্গীর হোসেন, হাফিজুল ইসলাম, সাইফুল ইসলাম, আসাদুল ইসলাম, হাসানুর, হাসিবুর রহমান, শাহিন, শরিফুল ইসলাম, সোহাগ হোসেন সহ শত শত জনসাধারণ।