আইটেম গানে কত নেন সানি লিওন?
আইটেম নম্বর যেন আলাদা একটা মাত্রা এনে দেয় যে কোনো সিনেমায়। সে ‘শোলে’ হোক বা হালফিলের ‘পটাখা’। তবে দিনে দিনে বদলেছে আইটেম নম্বরের ধরন। আর বদলেছে আইটেম গার্লদের পারিশ্রমিকের অঙ্কটা। এই জমানায় একটা আইটেম গানের জন্য অভিনেত্রীরা কত টাকা নেন জেনে নিন।
সানি লিওন: অভিনয়ের জন্য নয়। বরং আইটেম নম্বরের জন্য দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন সানি লিওন। ‘বেবি ডল’, ‘দেশি লুক’— এই সব গানে আলাদা মাত্রা যোগ করেছেন অভিনেত্রী। একটা আইটেম নম্বর করতে সানি নেন ৩ কোটি টাকা।
Please follow and like us: