এশিয়া কাপ নিয়ে যা বললেন আশরাফুল
আর দুইদিন পরেই পর্দা উঠছে ক্রিকেটে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আসর এশিয়া কাপ। গত ৯ সেপ্টেম্বরে লড়াইয়ে অংশ নিতে আরব আমিরাতে পারি জমিয়েছে টাইগাররা।
এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে বাংলাদেশ দুইবার ফাইনালে গিয়েও শিরোপা হাতছাড়া করেছে। এবার সেই শিরোপা জয়ের স্বপ্ন টাইগাররা। মাশরাফি-তামিমদের এই স্বপ্নটা পূরণ হওয়ার মতো বলে জানিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও।
বুধবার জাতীয় ক্রিকেট লিগ-এনসিএলের জন্য ফিটনেস টেস্ট দিতে মিরপুর স্টেডিয়ামের বিসিবি একাডেমিতে গিয়েছে আশরাফুল। সেখানেই সাংবাদিকদের জানালেন তার এশিয়া ভাবনা।
আশরাফুল বলেন, এশিয়া কাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা রয়েছে। এজন্য দলটাকে খেলতে হবে ভয়হীন ক্রিকেট। ওয়ানডে ফরম্যাট বলেই আশাবাদী। এবার আমাদের সবার স্বপ্ন যে আমরা চ্যাম্পিয়ন হব। সেই জন্য ম্যাচ বাই ম্যাচ সবাই চেষ্টা করবে ভালো খেলার।
সাবেক এই অধিনায়কের মতে, সিনিয়ররা যদি ভালো ক্রিকেট খেলে আর জুনিয়ররা যদি ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে, তাহলে আমি মনে করি ভালো সম্ভাবনা আছে।
তবে টুর্নামেন্টে পাকিস্তানকেই ফেবারিটের মর্যাদা দিয়ে তিনি বলেন, যেহেতু আরব আমিরাতে খেলা, পাকিস্তানের হোম কন্ডিশন তাই পাকিস্তান এগিয়ে থাকবে। আর তারাও সম্প্র্রতি ভালো ক্রিকেট খেলে আসছে। অবশ্যই পাকিস্তান একটু এগিয়ে থাকবে। তারপরও ওয়ানডে ফরম্যাট, এখানে আমরাও চমৎকার খেলছি। আমার কাছে মনে হয় সবাই ১৯-২০ থাকবে।