কলারোয়ায় নগর সমন্বয় কমিটি টিএলসিসি ওয়াশ পরিকল্পনা বিষয়ক কর্মশালা
কলারোয়ায় নগর সমন্বয় কমিটি টিএলসিসি ওয়াশ পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শিক্ষক মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন- পৌর কাউন্সিলর ফারহানা হোসেন, লুৎফুন নেছা, সন্ধ্যা রানী বর্মণ, মেজবাহউদ্দিন লিলু, রফিকুল ইসলাম, শেখ জামিল হোসেন, আলফাজ উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, ইমাদুল ইসলাম, আকিমুদ্দিন আকি, এসএম মফিজুল হক, কলারোয়া পৌর সভার সচিব তুয়ার কান্তি দাস, ইঞ্জিনিয়ার ওজিহুর রহমান, পেশাজীবী প্রতিনিধি- শেখ শহিদুল ইসলাম, সন্তোষ কুমার পাল, শিলা রাণী হালদার, রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন- ঢাকা আহছানিয়া মিশনের স্যোসাল ডেভলেপমেন্ট অফিসার পারভীন সুলতানা ও ফিল্ড অর্গানাইজার শাহিদা খাতুন সহ কমিটির অন্যান্যে সদস্যবৃন্দ। । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-ঢাকা আহছানিয়া মিশনের আমাদের কলারোয়া প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব হোসেন। কর্মশালা শেষে কলারোয়ায় নগর সমন্বয় কমিটি টিএলসিসি ওয়াশ পরিকল্পনা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কমিটির নতুন সভাপতি হলেন-পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, পৌর সচিব তুষার কান্তি দাসকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।