কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন বাপ্পী
বুধবার সকালে কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের কমিটি শক্তিশালী করার লক্ষে নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে জাহিদ হাসান বাপ্পী কে দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সাথে সুজন হোসেনকে দপ্তর সম্পাদক ও সজিব উজ্জামান আকাশ, আশিকুজ্জামান শুভকে সদস্য পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। এর আগে বাপ্পী দপ্তর সম্পাদক ও সুজন সদস্য পদে ছিলেন। এদিকে এই নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক ও দুই সদস্যর ফুল দিলে বরণ করে নিলেন কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্টা ডাঃ আমানুল্লাহ আমান। বুধবার সকালে কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি প্রবাসী আফজাল ফোয়াদ অভি জানান-এই কমিটির সাধারণ সম্পাদক প্রান্ত’র আকাল মৃত্যুতে শোকাহত। দীর্ঘ দিন সাধারণ সম্পাদকের পদ খালি থাকায় কমিটির কার্যক্রম ঝিমিয়ে পড়ে। তাই কমিটিতে আরো শক্তিশালী করার লক্ষে বাপ্পীকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে। নতুন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক ও দুই সদস্যর ফুল দিলে বরণ করার সময় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি নেওয়াজ মোরশেদ লাল লাল্টু, মাসুম বিল্লাহ, সজিবুজ্জামান, তুষার ইমরান, শুভ প্রমুখ।