রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
বুধবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়।
ভারতের ত্রিপুরা রাজ্যে এর উৎপত্তিস্থল বলে প্রাথমিকভাবে জানা গেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা যায়, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, লালমনিরহাট, চাঁদপুর, বগুড়াসহ বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত দেশের কোনো স্থানে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Please follow and like us: