বুধহাটায় আউশ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত
আশাশুনি উপজেলার বুধহাটায় আউশ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বুধহাটা ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির বাস্তবায়নে, খরিপ-১/২০১৮-১৯ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে আউশ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামিউর রহমান। আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি এম অলিউর রহমান। উপ সহকারী কৃষি কর্মকর্তা দিপক কুমার মল্লিকের স ালনায় অনুষ্ঠানে উপ সহকারী কৃষি কর্মকর্তা রেজওয়ানুল কবির চৌধুরী, কৃষক নিলু দাশ, আলহাজ¦ আজিজুর রহমান গাজী প্রমুখ বক্তব্য রাখেন। কৃষক নিলু দাশ ৫ বিঘা জমিতে ব্রিধান ৪৮ চাষ করে ৪৯ বস্তা ধান উৎপাদনে সক্ষম হয়েছেন।