রাজধানীতে ৪০ হাজার ইয়াবা উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ থেকে সিস্ নামক একটি ভুয়া সিকিউরিটি সার্ভিসের মাইক্রোবাস থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে র্যাব-১০। আটককৃতরা হলো, সাজেদুর সাজ্জাদ, হাবিবুর শামীম, ইউনুস মণ্ডল, জেসমিন, ইমরান ও সিফাত। তাদের কাছ থেকে সিকিউরিটি সার্ভিসের ইউনিফর্ম, ক্যাপ, রিফ্লেক্টিং বেল্ট, নেম ব্যাজ উদ্ধার করা হয়।
শনিবার বিকেল ৫টার দিকে গোলাপবাগের পুলিশের ওয়ারী বিভাগের ডিসি কার্যালয়ের সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) অতিরিক্ত এসপি মো. মহিউদ্দিন ফারুকী বলেন, এসআইএসএস নামক ভুয়া সিকিউরিটি সার্ভিস প্রতিষ্ঠানের ব্যানারে দীর্ঘদিন ধরে মাদক পাচার হচ্ছিল। গোপন তথ্যে অভিযান চালিয়ে চক্রটিকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি করে প্রত্যেকের শরীরের অ্যাংলেটের ভেতরে ২ হাজার পিস করে ১২ হাজার পিস এবং মাইক্রোবাসের ভেতর লুকিয়ে রাখা আরো ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের এ কর্মকর্তা জানান, কিছুদিন পরপর এই চক্রের সদস্যরা টেকনাফে যেত। ভুয়া সিকিউরিটি সার্ভিস প্রতিষ্ঠানের আড়ালে কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় আসার সময় ইয়াবার বড় বড় চালান নিয়ে আসতো। আইনশৃঙ্খলা বাহিনীর চোঁখ ফাঁকি দিতে সিকিউরিটি সার্ভিসের সিলযুক্ত মাইক্রোবাসে করে প্রতিষ্ঠানের পোশাক পরে তারা ইয়াবা আনতো।