বৈকারী সীমান্ত টেকনিক্যাল কলেজের একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নের সীমান্ত টেকনিক্যাল কলেজে তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানন্নোয়নের লক্ষ্যে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে সীমান্ত টেকনিক্যাল কলেজ প্রাঙ্গণে সীমান্ত টেকনিক্যাল কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা এবং উন্নয়নের প্রতিক নৌকা। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সমুদ্র থেকে মহাকাশ জয় করেছে। তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুর্দ্ধ হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আবু জায়েদ বিন গফুর, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, বৈকারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. কওসার আলী, সীমান্ত টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আল-আমিনুর রশিদ, বাঁশদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ। তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানন্নোয়নের লক্ষ্যে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়ণে ৭৫ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সীমান্ত টেকনিক্যাল কলেজের সহকারী অধ্যাপক তপন কুমার শীল।