কলারোয়ার ইউএনও কে বিদায়ী সংবর্ধনা দিয়েছে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ
মঙ্গলবার বেলা ১২টায় ইউএনও মনিরা পারভীনকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কতৃপক্ষ। এ উপক্ষে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- বিদায় অতিথি ইউএনও মনিরা পারভীন। বিশেষ অতিথির বক্তব্য দেন- কলারোয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আবু নসর, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, কলেজ পরিচালনা পরিষদের সদস্য আনিছুর রহমান, আশিকুর রহমান, ডাঃ ফাতেমা খাতুন, আশিফা খাতুন, আঃ আল ফারুক, নার্গিস পারভীন, আবু জাফর সাদিক, শরিফুল ইসলাম, রনজিৎ কুমার, রাজিয়া সুলতানা, ফিরোজা খাতুন, সানজিদা আক্তার, মমতাজ আক্তার , মিজানুর রহমান, আক্কাস আলী, রফিকুল ইসলাম, সেলিনা খাতুন, প্রশাসনিক কর্মকর্তা সদরুল আলম, মাওলানা ইসমাইল হোসেন, ডাঃ রনজিৎ কুমার, হিসাব রক্ষক সাবুর আলী, আশরাফুল আলম, শিক্ষার্থী এসএম পারভেজ, মাসুমা পারভীন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-ডাঃ প্রভাষক হাবিবুর রহমান। আলোচনা সভা শেষে বিদায়ী অতিথিকে উপহার সামগ্রী প্রদান করা হয়।