ট্রাম্পের ছবিযুক্ত টয়লেট টিস্যুর এত চাহিদা কেন?
বহুল আলোচিত সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় প্রতিদিনই তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ ছাপা হয় আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশের পত্র পত্রিকায়। এবার আলোচনার নতুন টপিকস টয়লেট টিস্যু।
তাকে ব্যঙ্গ করে বাজারে ছাড়া হয়েছে তার ছবিযুক্ত টয়লেট পেপার। আর তা ছড়িয়ে পড়েছে খোদ যুক্তরাষ্ট্রের বাজারে। জানা গেছে, ওই টয়লেট পেপার বাজারে ছেড়ে চীনের কয়েকটি কোম্পানি।
যুক্তরাষ্ট্রের বাজারে ২টি ট্রাম্প টয়লেট পেপার রোলের দাম প্রায় দশ ডলার, ৫টি ট্রাম্প টয়লেট পেপার রোলের মূল্য ১৬.৯৫ ডলার এবং ১০টি ট্রাম্প টয়লেট পেপার রোলের মূল্য ২৬.৯৫ ডলার নির্ধারণ করা হয়েছে। এই টয়লেট পেপারের প্রত্যেকটি শিটে রয়েছে ট্রাম্পের ছবি।
ট্রাম্পবোরোধীরা দেদারছে ওই টিসু পেপার কিনছেন বলে জানা গেছে। ট্রাম্পবিরোধী এই আন্দোলনে চীনের আরো কয়েকটি কোম্পানির স্লোগান, ‘ডাম্প উইথ ট্রাম্প’।
সম্প্রতি চীনের ওপর ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তার অভিযোগ ছিল, আমেরিকার কর্মসংস্থান চুরি করে আমেরিকার বাজারই দখলে নিয়েছে চীন। তিনিই চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করে দিয়েছেন। এসব কারণে প্রতিবাদ জানাতেই চীনের বিভিন্ন কোম্পানি ওই টয়লেট পেপার তৈরি করেছে।