নলতায় আন্তর্জাতিক সিডও দিবস পালিত
নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপের লক্ষ্যে কালিগঞ্জের নলতায় আন্তর্জাতিক সিডও দিবস পালিত হয়েছে। সোমবার বেলা ১২টায় নলতা ইউনিয়নের খানজিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সিডও দিবসের বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নবযাত্রা প্রকল্পের আয়োজনে এ বর্ণাঢ্য অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক শেখ জমায়েত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নলতা ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান এবাদুল হক। নবযাত্রা প্রকল্পের জেন্ডার অরগানাইজার আহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নলতা আহছানিয়া দরবেশ আলী ক্যাডেট স্কুলের পরিচালক ও সাংবাদিক সোহরাব হোসেন সবুজ, নবযাত্রা প্রকল্পের জেন্ডার অফিসার লাইলী আরজুমান খানম লায়লা, ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক নিয়াত আলী মন্টু, মহিলা ইউপি সদস্য হালিমা খাতুন ও সহকারি শিক্ষিকা অরুন্নিতা মল্লিক। সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সকল বৈষম্য দুর করতে হবে। বর্তমান সরকার নারী বান্ধব সরকার। এ সরকার নারীদের উন্নয়নে, নারীদের এগিয়ে যাবার জন্যে বহু পদক্ষেপ নিয়েছে এবং সে অনুযায়ী কাজ করেছে। সমাজে নারীরা এখন সর্বক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। সকলের সহযোগিতায় সমাজ থেকে বাল্য বিবাহ বন্ধ করতে হবে। সকল কুসংস্কার ভেঙে নারীদের সামনে এগিয়ে যাবার পথ সুগম করতে হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নলতা ইউপি গ্রাম আদালতের সদস্যবৃন্দ, খানজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং প্রায় তিন শত ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।