সাতক্ষীরা জেলার গর্ব ছিলেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড.এম মতিউর রহমান-এ্যাড. মোহম্মদ হোসেন
সাতক্ষীরা জেলার গর্ব ছিলেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড.এম মতিউর রহমান, প্রায় ১শ বিভিন্ন সংগঠনসহ প্রতিষ্ঠানের সাথে অতপ্রত ভাবে জড়িত ছিলেন, তার কর্মময় জীবনীর মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন সকলের হৃদয়ে, পাটকেলঘাটার সাংবাদিকদের বৃহত্তম সংগঠন রিপোর্টার্স ক্লাব পাটকেলঘাটা প্রধান উপদেষ্টা ছিলেন, এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে তার অংশগ্রহণ ছিলো লক্ষণীয়, সাতক্ষীরা জেলার কৃতি সন্তাদের মধ্যে তিনি সর্ব শ্রেষ্ঠ, বাংলাদেশের জনগণ কাছে সাতক্ষীরা নয় ড. এম মতিউর রহমানের সাতক্ষীরা হিসেবে পরিচিতি লাভ করেছে, তিনি ছিলেন বৃহত্তর বাংলাদেশ আনুবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান। প্রয়াত ড.এম মতিউর রহমান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়ার সাথে দীর্ঘদিন এক সাথে পরমানু বিষয় নিয়ে চাকরীর সুবাদে কাজ করেছেন। ড. এম এ ওয়াজেদ মিয়া পাটকেলঘাটায় এসেছেন তার সাথে সৌজন্য সাক্ষাতসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে। উপরোক্ত কথাগুলো তুলে ধরেন প্রধান অতিথিসহ উপস্থিত বক্তারা। রবিবার রাত ৮টায় পাটকেলঘাটার সাংবাদিকদের সব থেকে বড় সংগঠন রিপোর্টার্স ক্লাব পাটকেলঘাটা হলরুমে মরহুম ড. এম মতিউর রহমানের আত্মর শান্তি কামনায় দোয়া ও তার জীবনী নিয়ে আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্বে করেন রিপোর্টার্স ক্লাব পাটকেলঘাটার সভাপতি সৈয়দ মাসুদ রানা। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ক্লাব পাটকেলঘাটার উপদেষ্টা ও সাতক্ষীরা-১, (তালা-কলারোয়া) আসনের আ’লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী এ্যাড.মোহম্মদ হোসেন, ড. এম মতিউর রহমানের একমাত্র ছেলে মোখলেছুর রহমান মুকুল, মরহুমের ছোট ভাই প্রফেসের নজিবুল ইসলাম, কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মফিদুল ইসলাম, পাটকেলঘাটা হারুণ অর রশিদ মহা বিদ্যালয়ের প্রভাষক সাংবাদিক নাজমুল হক, পাটকেলঘাটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অলিউল ইসলাম, সাংবাদিক আশরাফ আলী, পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক খান হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তি। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পাটকেলঘাটা সিদ্দীকিয়া ক্বওমিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মনিরুল হক। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ডাঃ হেলাল উদ্দীন।