জীবনের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন
কেশবপুরে জমিসংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলায় স্বামী-স্ত্রী আহত। ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য হামলাকারীরা কেশবপুর থানায় একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। উক্ত মামলা প্রত্যাহার ও পরিবারের নিরাপত্তার দাবীতে কেশবপুর উপজেলা প্রেসক্লাবে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বারুহাটী গ্রামের বিষ্ণুপদ দাসের ছেলে সুব্রত দাস সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১২ মে বারুইহাটী গ্রামের মৃত পূর্ণচন্দ্র দাসের ছেলে কৃষ্ণপদ দাস, ভাই শিবুপদ দাস, তার ছেলে সমীর দাস ও ভাইপো মিঠুন দাস, সুনিল দাসের ছেলে সাগর দাস ও মৃত কালীপদ দাসের ছেলে অনিল দাসের নেতৃত্বে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে সন্ত্রাসীরা তার পিতা বিষ্ণপদ দাস (৯০) ও তার মাতা অনুরূপা দাস (৬৫)কে বেদম মারপিট করে আহত করে। মারাত্মক আহতাবস্থায় এলাকাবাসী তাদের উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে। পিতা-মাতা আহতের খবর পেয়ে তিনি তাঁর কর্মস্থল থেকে বাড়িতে আসলে সন্ত্রাসীরা তাকেও মারপিট করে মারাত্মক আহত করে। অথচ হামলাকারী প্রতিপক্ষ কৃষ্ণপদ দাস বাদী হয়ে তাদের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করে যার নং জিআর ৯১/১৮। তারিখ ১৩-০৫-১৮।
পার্বতীতে গত ১৭ জুলাই প্রতিপক্ষরা তাদের লক্ষাধিক টাকার সিমের ক্ষেত নষ্ট করে দেয়। এব্যাপারে তিনি গত ২৭ আগস্ট আদালতে একটি সাত ধারার মামলা করলে প্রতিপক্ষরা মুচেলকা দিয়ে বাড়িতে এসে পুনরায় তার বৃদ্ধ পিতা-মাতাকে বেদম মারপিট করে পুকুরের পানিতে ফেলে দেয়। বর্তমানে তারা কেশবপুর হাসপাতালে ভর্তি রয়েছে। প্রতিপক্ষরা তাকে ও তার পরিবারকে অব্যাহতভাবে হুমকী প্রদান করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের নিকট উক্ত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং পরিবার-সহ জীবনের নিরাপত্তার দাবী করেছেন।