এবার স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের
এবার স্ত্রীর বিরুদ্ধে যৌতুদ মামলা দায়ের করেছেন পিরোজপুরের মঠবাড়িয়ার এক ব্যক্তি। হেমায়েত খান (৬৫) নামের ওই ব্যক্তি তার দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগমের (৪৫) বিরুদ্ধে বৃহস্পতিবার মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ যৌতুক মামলাটি করেন।
বোনকে সহযোগিতার অভিযোগে মামলায় তার শ্যালক আবদুল হাইকেও (৪০) আসামি করা হয়েছে। হেমায়েত খান উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, হেমায়েত খানের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিন বছর আগে উপজেলার বড় হারজী গ্রামের দলীল উদ্দিন খানের মেয়ে মমতাজ বেগমকে তিনি দ্বিতীয় বিয়ে করেন। কিছুদিন যেতে না যেতেই মমতাজ স্বামী হেমায়েতের কাছে নগদ তিন লাখ টাকা বা পাঁচ কাঠা জমি যৌতুক হিসেবে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন।
বৃদ্ধ হেমায়েত স্ত্রীর দাবীকৃত টাকা বা জমি দিতে অপারগতা প্রকাশ করেন। গত ১০ জুলাই হেমায়েত চিকিৎসার জন্য খুলনা গেলে মমতাজ ৮০ হাজার টাকার মালামাল নিয়ে বাপের বাড়িতে পালিয়ে যান। তার এ কাজে সহযোগিতা করেন তার ভাই আবদুল হাই। এ নিয়ে এলাকায় কয়েক দফা সালিস বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। একপর্যায়ে বৃহস্পতিবার স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে আদালতে যৌতুক মামলা করেন হেমায়েত।