প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় ২ যুবক আটক
হবিগঞ্জে আপত্তিকর অবস্থায় দেবর-ভাবি ও অপর এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ৩নং পুল এলাকার একটি বাসায় সদর থানার এসআই নাজমুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটকরা হলেন, চুনারুঘাট উপজেলার আসামপাড়া গ্রামের মৃত আলফু মিয়ার মেয়ে ফাহিমা আক্তার শান্তা (২০), তার দেবর সিলেট সদরের ভারতখানা এলাকার আলমগীর মিয়ার ছেলে জাকির হোসেন হৃদয় (২২) ও চুনারুঘাট উপজেলার কাজিরদিঘি গ্রামের সুজন আহমেদ (২২)।
স্থানীয়রা জানান, শান্তা সম্প্রতি নিজেকে ইতালি প্রবাসী এক ব্যক্তির স্ত্রীর পরিচয় দিয়ে ওই এলাকায় একটি বাসা ভাড়া করেন। পরে সেখানে তিনি বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা ওৎ পেতে থাকেন। পরে শুক্রবার রাতে স্থানীয়রা খবর দিলে আপত্তিকর অবস্থায় দুই যুবকসহ শান্তাকে আটক করে পুলিশ।