তৈরি হচ্ছে অস্থায়ী মঞ্চ, লক্ষাধিক লোক সমাগমের প্রস্তুতি বিএনপির
বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভার মঞ্চ তৈরির কাজ চলছে।
রাজধানীর নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে ট্রাকের ওপর তৈরি হচ্ছে এই অস্থায়ী মঞ্চ। এখানে দাড়িয়ে বক্তব্য দেবেন দলের শীর্ষ নেতারা।
বিকাল তিনটায় জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ইতিমধ্যে পল্টন এলাকায় নেতাকর্মীদের ব্যাপক আনাগোনা লক্ষ্য করা গেছে।
জনসভায় ব্যাপক সমাগম ঘটানোর প্রস্তুতির কথা জানিয়ে রিজভী বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ, সুন্দর ও ভালো জনসভা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী সাফল্যমণ্ডিত করার জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। জনসভায় লক্ষাধিক লোক জনসমাগম ঘটবে।
দলীয় সূত্রে, দুপুর ৩ টা থেকে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হলেও শুক্রবার রাত থেকে সার্বিক প্রস্তুতি নিচ্ছে নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনসভায় সভাপতিত্ব করবেন এবং স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এতে প্রধান অতিথি থাকবেন। জনসভায় জনসমাগম ঘটাতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর নেতাদের পাশাপাশি ঢাকার আশপাশের জেলার নেতারাও এই জনসভায় অংশ নেবেন।
এদিকে জনসভা শুরুর আগে সকাল ১০টায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফাতিহা পাঠ এবং পুষ্পার্ঘ্য অর্পণ করবেন দলটির নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লন্ডনে নির্বাসিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন।