শুরু হচ্ছে নতুন ছবি, চমক নায়িকাতে
শুরু হচ্ছে শাকিব খানের নতুন ছবির কাজ। শুরুটা আগামী ১১ সেপ্টেম্বর কক্সবাজারে হবে। ছবির নাম ‘শাহেন শাহ’। এতে শাকিবের বিপরীতে পর্দায় দেখা যাবে নুসরাত ফারিয়াকে। এই প্রথম শাকিবের সঙ্গে জুটি বাঁধবেন ফারিয়া।
ছবিতে থাকবেন আরো এক নায়িকা। সে নায়িকাকে নিয়েই চমক। এই চমক উম্মোচন হবে ৩ সেপ্টেম্বর।
ছবিটি পরিচালনা করেছেন শামিম আহমেদ রনী। প্রযোজনা করছেন সেলিম খান। তিনি বলেন, “সিনেমার মহরত করবো। নতুন নায়িকা কে হচ্ছেন সেই দিনই জানা যাবে। এটা আমরা চমক হিসেবে রেখেছি।
আর আসছে ১১ সেপ্টেম্বর কক্সবাজের সিনেমার শুটিং শুরু হবে। আমরা ভেবেছি পুরো সিনেমার শুটিং বাংলাদেশেই করবো। ভিন্ন গল্পের এই সিনেমাটিও আমাদের অন্য ছবির মতো দর্শকদের মুগ্ধ করবে।”
ঈদুল আজহায় এই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘ক্যাপ্টেন খান’ সিনেমাটি মুক্তি পেয়েছে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান ও বুবলী। দ্বিতীয় সপ্তাহের মতো সিনেমাহলে চলছে ছবিটা।