পৌর আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
স্বাধীন বাংলাদশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌর আওয়ামীলীগের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ’র সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুদুজ্জামান রাশি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গনি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এড. অনিত মুখার্জী, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক অতিরিক্ত পিপি এড. আজহারুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, পৌর সভার ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, কৃষকলীগ নেতা আল মাহমুদ পলাশ, ০৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল আনিছ খান চৌধুরী বকুল, পৌর আওয়ামীলীগ নেতা সৈয়দ রাফিনুর আলী, আব্দুস সবুর খান, আব্দুর রশিদ প্রমুখ। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।