২৯ আগস্ট থেকে এশিয়া কাপের বাছাইপর্ব শুরু
মালয়েশিয়ায় ২৯ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের বাছাইপর্ব। ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু এশিয়া কাপের মূলপর্বে জায়গা করে নিতে লড়বে ছয় দল।
এশিয়া কাপের ১৪তম আসরটি হবে ওয়ানডে ফরমেটে। ২০১৬ সালে সর্বশেষ আসর অনুষ্ঠিত হয়েছিল টি-টোয়েন্টি ফরমেটে। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এবার ৫০ ওভারের ফরমেট বাছাই করা হয়েছে।
এশিয়া কাপের চূড়ান্ত পর্বে সরাসরিই খেলবে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান আর আফগানিস্তান। বাংলাদেশ, শ্রীলঙ্কা আর আফগানিস্তান পড়েছে এক গ্রুপে। ভারত আর পাকিস্তানের গ্রুপে একটি জায়গা খালি রয়েছে। বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়া দলটি ঢুকবে এই জায়গায়।
২০১৮ সালের এশিয়া কাপ বাছাইপর্বে দল মোট ছয়টি। স্বাগতিক মালয়েশিয়ার সঙ্গে রয়েছে হংকং, নেপাল, ওমান, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাত। ২৯ আগস্ট থেকে শুরু হবে এই বাছাইপর্ব। ফিকশ্চার অনুযায়ী খেলা হবে রাউন্ড রবিন লিগে। সেখান থেকে সেরা দুই দল খেলবে ফাইনাল। ফাইনালে বিজয়ী দল যোগ দেবে মূল আসরে।
Please follow and like us: