রোনালদোর হাতে উয়েফা বর্ষসেরা গোলের পুরস্কার
উয়েফা বর্ষসেরা গোলের পুরস্কার জিতলেন সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে গোল করা ক্রিস্টিয়ানো রোনালদো।
বাইসাইকেল কিক থেকে করা সেই বিস্ময়কর গোলটি ঠাই পেয়েছিল উয়েফা বর্ষসেরা গোলের সংক্ষিপ্ত তালিকায়। ভোট শেষে রোনালদোর সেই গোলটিই পেয়েছে সেরা গোলের পুরস্কার। গেল মৌসুমে চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে বাইসাইকেল কিক থেকে গোলটি করেন রোনালদো।
বক্সের কোনা থেকে দানি কারবাহালের করা ক্রস থেকে রোনালদোর ওই কিক। ওই গোলের পর জুভেন্তাস দর্শকরাও রোনালদোকে অভিন্দন জানাতে ভুলেননি। তখনকার রিয়াল কোচ জিনেদিন জিদান তো বিস্ময়ে হতবাকই ছিলেন বলতে হবে। যা বোঝা গেছে তার প্রতিক্রিয়ায়।
সেরা গোলের পুরস্কার জেতার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন রোনালাদো। জুভেন্তাস তারকা লিখেছেন, ‘আমাকে যারা ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তটি ভোলার নয়। বিশেষ করে মাঠের দর্শকদের প্রতিক্রিয়া।’
গেল মৌসুমে উয়েফার প্রতিটি প্রতিযোগিতা থেকে একটি করে গোল নিয়ে সংক্ষিপ্ত তালিকা করা হয়েছিল। মোট ১১টি নিয়ে সংক্ষিপ্ত তালিকা করা হয়। রোনালদো অন্যদের থেকে পাঁচগুণেরও বেশি ভোট পেয়ে সেরা হয়েছেন। ১লাখ ৯৭ হাজারেরও বেশি ভোট পেয়েছেন রোনালদো।