রাজনীতির মাঠে এই কোন নায়ক?
একজন চিত্রনায়ক। তিনিই আগে থেকে জানান দিয়েছেন রাজনীতিতে যোগ দেবেন। তাছাড়া অনেক সময় ধরে এই অভিনেতা চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন। মিডিয়া থেকে নিজেকে সরিয়ে ব্যবসার কাজে মনোনিবেশ করেছেন। তবে আবারো সে নায়ক খবরের পাতায় শিরোনাম হলেন। তার ইচ্ছে এবার রাজনীতিতে নিজেকে যুক্ত করা। কিন্তু কে এই নায়ক?
বলছিলাম চিত্রনায়ক শাকিল খানের কথা। বাগেরহাটের ৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে লড়বেন তিনি। শুধু তাই নয় মনোনয়ন পাওয়ার বিষয়েও দারুণ আশাবাদী এই নায়ক। আগামী একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে এরইমধ্যে মোংলায় গণসংযোগ শুরু করেছেন রুপালি পর্দার এই চিত্রনায়ক।
এদিকে মনোনয়ন পাওয়ার আগেই শাকিল খান গেলো মঙ্গলবার বাগেরহাট-৩ নির্বাচনী আসন বন্দর নগরী মোংলায় দিনভর গণসংযোগ চালান। এদিন বিকেলে উপজেলার চটেরহাট এলাকায় প্রচারণা সভায় বক্তব্যে তিনি বলেন, নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) গ্রিন সিগন্যাল দিয়েছেন তাই এলাকায় নেমে পড়েছি। জনগণের কাছে যাচ্ছি, দোয়া চাচ্ছি। মাঠে নেমে মনে হচ্ছে ভালো সমর্থন রয়েছে আমার।
শাকিল খান আরো বলেন, আওয়ামী লীগের সরকারের সময় তাদের স্থানীয় নেতা-কর্মীরাই বিতাড়িত। অনেকেই দেশে থাকতে পারেন না, এলাকায়ও থাকতে পারেন না। এটি শুনলে নিজের কাছে অনেক কষ্ট লাগে। তাই আমি প্রধানমন্ত্রীর কাছে এই কথা বলেছি।
তবে আমি আশাবাদী, যদি আপনারা চান তাহলে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবো। এমপি হলে মোংলা-রামপালে প্রতিটি ঘরের মানুষের জন্য চাকরির ব্যবস্থা করে দেবো।
এই সময় প্রচারণা সভায় আরো উপস্থিত ছিলেন মোংলা উপজেলার সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস আলী, পৌরসভার কাউন্সিলর কাবিবুর রহমান ও আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলামসহ স্থানীয় নেতা-কর্মীরা।