কালিগঞ্জ ইউএনও হিসাবে যোগদান করলেন সরদার মোস্তফা শাহিন
কালিগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে (২৮ আগস্ট) মঙ্গলবার যোগদান করলেন সরদার মোস্তফা শাহিন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাছুম এর নিকট থেকে দায়িত্বভার বুঝে নেন। মঙ্গলবার সকালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন কর্মকর্তাদের নিদিষ্ট সময়ে কর্মস্থলে আসা এবং যাওয়ার বিষয়টি গুরুত্ব দিতে হবে। প্রত্যেকে সততা ও নিষ্ঠার সাথে সরকারী সকল দায়িত্ব পালন করতে হবে। আমি নিজে অন্যায় করবো না এবং কাউকে অন্যায় কাজে সাহায্য করবো না এই প্রত্যয় তিনি আরও বলেন অনিয়ম ও দুর্নীতি মুক্ত করতে সকলের সহযোগিতা চাই। নবাগত ইউএনও এর বাড়ী লোহাগাড়া উপজেলায় ইদনা গ্রামে। তিনি ছাত্র জীবনে যশোর ক্যান্টনমেন্ট কলেজে পড়াশুনা কালে ২০০০ সালে এইচএসসিতে যশোর বোর্ডে বাণিজ্য বিভাগে ১৬ তম স্থান অধিকার করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। তিনি ৩১তম বিসিএস ক্যাডার হিসেবে চাকুরীতে যোগদান করেন। ১ সন্তানের জনক তিনি। বরিশাল মেহেদীগঞ্জ , মুলাদী, পিরোজপুর ও ভোলা জেলায় সহকারী কমিশনার পদে থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার ভূমি থেকে পদোন্নতি পেয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদানে করেন।মত বিনিময় কালে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।