সাতক্ষীরার কুশখালীতে শিশুদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সম্পন্ন
সাতক্ষীরা সদর উপজেলার ২নং কুশখালী ইউনিয়নের ভাদড়ায় পলাশ সোস্যালাইজেশন সেন্টারে শিমুল শিশু ক্লাব সদস্যদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় ২দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। জীবন দক্ষতা, এ্যাডভোকেসি, নেতৃত্ব ও নেটওয়ার্কিং বিষয়ে দু’দিন ব্যাপী শিমুল শিশু ক্লাবের সকল সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়। সমগ্র প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মো. আবুল হোসেন। এসময় সহায়ক হিসেবে সেশন পরিচালনায় সহযোগিতা করেন, ইয়ুথ ভলান্টিয়ার মো. হাবিবুর রহমান ও শারমিন আরা পারভিন।
Please follow and like us: