শ্যামনগরে সাজানো অপহরণ মামলার ভিকটিম উদ্ধার
শ্যামনগরে সাজানো অপহরণ মামলার ভিকটিম মোমিনুর রহমান মোমিনকে (৩২) আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে স্থানীয়রা।মঙ্গলবার ভোর ৬ টার দিকে তার নিজের বাড়ির পাশের রাস্তা থেকে স্থানীয়রা তাকে আটক করে। সে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের নাগবাটী গ্রামের ওহাব গাজীর ছেলে। সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানাযায়, কারণে । নিজের ছেলের অপহরণের মিথ্যা নাটক সাজায় মোমিনের পিতা। এই অপহরণের নাটক সাজিয়ে ২০১৩ সালের ১০ই জানুয়ারি ওহাব গাজী বাদী হয়ে একটি অপহরণের মামলা দায়ের করে শ্যামনগর থানায়। এই মামলার আসামী করা হয় উপজেলার আবাদচন্ডীপুর গ্রামের এরশাদ আলীর ছেলে আবুল বাসার,এরশাদ আলী,তাহের আলী ও প্রতিবেশী জহুর আলী গাজীর স্ত্রী ফরিদা খাতুনকে।পরবর্তীতে আসামীরা জামিনে মুক্তি পেয়ে সন্ধান করতে থাকে মোমিনের অবস্থান সম্পর্কে। লুকিয়ে থাকলে কারও সন্ধান পাওয়া অনেক দূরুহ ব্যাপার ভিকটিম মাঝে মাঝে গভীর রাতে নিজের বাড়িতে আসলেও ভোর না হতেই সে পালিয়ে চলে যেত বলে জানান স্থানীয় আবুল কাশেম সহ আরো অনেকে। অবশেষে ৫ বছর পালিয়ে থাকার পরে মঙ্গলবার ভোরে তার নিজের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার আগেই পথে মধ্যে মোমিনকে আটক করে রেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরবর্তীতে শ্যামনগর থানার পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় কালাম,সোহেল,আমিনুর সহ অনেকে বলেন জমি-জায়গা সংক্রান্ত বিরোধের কারণে মিথ্যা মামলা করে মোমিনের পরিবার।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন মোমিনের উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন ২০১৩ সালের মামলা নং-৬ অপহরণ মামলার ভিকটিম তাকে এলাকাবাসী আটক করে থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।