সীতাকুণ্ডে দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান আলী খোকন ও সিরাজ নামে দুই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ডের বারইয়াঢালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রমজান ও সিরাজ সীতাকুণ্ডের মহালক্কা এলাকার নুরুল আবছারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় শোক দিবস উপলক্ষে স্থানীয় একটি রেস্তোরাঁয় শোক সমাবেশের আয়োজন করে বারইয়ারঢালা ইউনিয়ন আওয়ামী লীগ। সমাবেশস্থলের অদূরে রাস্তার পাশে ছুরিকাঘাতে আহত রমজান ও সিরাজকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তখন দু’জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চমেক হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, গুরুতর আহতাবস্থায় রমজানকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, রাত সোয়া ১১টার দিকে সিরাজ মারা যান বলে জানান ওই এএসআই।
নিহত রমজান আলী খোকনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ ৬টি মামলা রয়েছে বলেও জানান সীতাকুণ্ড থানার ওসি মো. ইফতেখার হাসান।