নাটোরে বন্দুকযুদ্ধে ১৪ মামলার আসামি নিহত
নাটোরের লালপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মেহের আলী নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।
সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার চামটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চামটিয়া এলাকায় অভিযানে যায় র্যাবের একটি দল। এসময় তাদের সঙ্গে মাদক বিক্রেতাদের গুলিবিনিময় হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় মেহের আলীকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি জব্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে খুন, ডাকাতি ও মাদক বিক্রির ১৪টি মামলা ছিল বলে জানান ওই কমান্ডার।
Please follow and like us: