শহিদুলকে ডিভিশন দেয়ার নির্দেশ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আলোকচিত্রী শহিদুল আলমকে কারাবিধি অনুযায়ী প্রথম শ্রেণির মর্যাদা (ডিভিশন) দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) সাইফুজ্জামান হিরো শহীদুল আলমের এক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে শহীদুল আলমের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, নূর উদ্দিনসহ অন্যরা ডিভিশন আবেদনের শুনানিতে অংশ নেন।
আদালত ৬ আগস্ট শহিদুল আলমকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে ১২ আগস্ট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। আগামী ১১ সেপ্টেম্বর মহানগর দায়রা জজ আদালতে তার জামিন শুনানির তারিখ ধার্য রয়েছে।
দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ড. শহিদুল আলমকে ৫ আগস্ট রাতে ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয়। তিনি নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। সাক্ষাৎকারে তিনি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন বলে মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে।