নারীকে উত্যক্ত করায় দেবহাটায় পুরুষকে ১০ হাজার টাকা জরিমানা
দেবহাটায় মহিলাকে উত্যক্ত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তিকে ১০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ এই রায় প্রদান করেন।
সাজা প্রাপ্ত ব্যক্তি হলেন, উপজেলার পারুলিয়া ইউনিয়নের পলগাদা গ্রামের মৃত মতিয়ার গাজীর ছেলে আব্দুল খালেক পুটু(৫০)।
উল্লেখ্য যে, উপজেলার পারুলিয়া জোয়ার গুচ্ছগ্রামের খলিল গাজীর স্ত্রীকে কু-প্রস্তাব দিয়ে বিভিন্ন সময় উত্যক্ত করে আসছিল। এঘটনায় উক্ত নারী অভিযোগ করলে দেবহাটা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে এ অর্থদন্ড প্রদান করা হয়।
Please follow and like us: