আশাশুনি বন্ধু মহলের ২০০০ তালের বীজ বপন
পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমাতে আশাশুনিতে ২ হাজার তালের বীজ বপন করা হয়েছে। সোমাবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু মহলের উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
‘আমাদের আশাশুনি আমরাই গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনি মরিচ্চাপ সেতুর নিকট থেকে নির্মাণাধীন মানিকখালী সেতু সংযোগ সড়কের প্রায় ৪ কিঃ মিঃ এলাকা জুড়ে এ বীজ বপন করা হয়। সংগঠনের আহবায়ক ব্যবসায়ী এহসানুল কবিরের তত্বাবধানে বীজ বপনকালে উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুস সামাদ বাচ্চু, প্রভাষক দীপঙ্কর মল্লিক, জহুরুল ইসলাম, পবিত্র কুমার দাশ, ব্যাংকার মাসুম বিল্লাহ মিল্টন, আশরাফুল ইসলাম শান্ত, নিপা ফার্মার ম্যানেজার কামরুজ্জামান (আশাশুনি), জি এম মাসুম কবির (শ্যামনগর), পুলিশ কর্মকর্তা রাছিব ইকবাল উজ্জ্বল, ব্যবসায়ী খুরশিদ আলম, মঞ্জুরুল ইসলাম বকুল, জাহিদুল ইসলাম খোকন, আব্দুল আলীম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবগঠিত কমিটির আহবায়ক এহছানুল কবির বলেন, নিজেদের দায়বদ্ধতা থেকে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমাতে এ উদ্যোগ নিয়েছি। এছাড়া নতুন সংযোগ সড়কের দুপাশে গাছ লাগিয়ে উচু রাস্তা ধ্বসে যাওয়ার হাত থেকে রক্ষা করা যাবে। ৪ কিঃ মিঃ এলাকা জুড়ে সবুজ বেস্টনী গড়ে তুলে এক নৈস্বর্গীক পরিবেশের স্বপ্ন দেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সংগঠন থেকে নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তনে দুর্যোগের ঝুঁকি কমাতে আরও বৃক্ষ রোপণ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে তিনি জানান।