জামালনগরে শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠ উদ্বোধন
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের জামালনগরে শহীদ শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে এলাকার বহু ব্যক্তির উপস্থিতিতে মাঠ উদ্বোধন করা হয়।
বড়দলের ডুমুরপোতা মৌজায় জামালনগর গ্রাম সংলগ্ন সরকারি খাস সম্পত্তিতে এলাকার মানুষের বিনোদন স্থান হিসাবে মাঠ স্থাপনের চাহিদা পুরনের জন্য এই মহতি উদ্যোগ নেওয়া হয়। মাঠটিতে নিয়মিত খেলাধুলা ও নিরিবিলি বিনোদন ক্ষেত্র হিসাবে গড়ে তুলতে সর্বস্তরের মানুষের আগ্রহ রয়েছে। ফুটবল মাঠের জন্য নিয়ে যাওয়া সাইন বোর্ডে সামান্য ত্রুটি থাকায় সেটি সংশোধন পূর্বক ২/৪ দিনের মধ্যে সকলের অংশ গ্রহণে সাইন বোর্ড স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় কবির ফকির, বিল্লাল ফকির, পৈতাল শীল, শরিফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন সরদার, এলিম সানা, বারেক গাজী, বাবু ফকির, মুজিবর গাজী, আলতাফ গাজীসহ এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন। একই সাথে মাঠের পাশে হিন্দু সম্প্রদায়ের জন্য ডুমুরপোতা কালি মন্দিরের জন্য একটি সাইনবোর্ড স্থাপন করা হয়।