আজ বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কচির ৬৮তম জন্মবার্ষিকী
আজ ১০ ভাদ্র সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচির ৬৮তম জন্মবার্ষিকী। শেখ আব্দুল ওয়াজেদ কচি ১৩৫৮ বাংলা সনের ১০ ভাদ্র নড়াইল জেলার কামাল প্রতাপ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি ১৯৭৮ সাল থেকে সাতক্ষীরা পৌর এলাকার রাজার বাগানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি ১৯৭২ সাল থেকে একাধিক পত্রিকায় সুনামের সাথে সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি দৈনিক ইনকিলাবের সাতক্ষীরার স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত আছেন। ভারত থেকে লিডারশীপ ট্রেনিং নিয়ে ১৯৭১ সালে মহান মুক্তি যুদ্ধে তিনি ৮নং সেক্টরে নড়াইল জেলার কালিয়া উপজেলায় সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি তিন পুত্রসন্তানের জনক। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।
Please follow and like us: