সাতক্ষীরার বুধহাটায় মতবিনিময় করলেন এমপি মনোনয়ন প্রত্যাশী লেঃ কর্নেল (অব:) জামায়েত হোসেন
সাতক্ষীরার বুধহাটায় সাংবাদিক, মনবাধিকারকর্মী ও অবসর প্রাপ্ত সেনা সদস্যদের সাথে মতবিনিময় করলেন সাতক্ষীরা-৩ আসনের আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক সেনা কর্মকর্তা লে: কর্নেল (অব:) জি.এম জামায়েত হোসেন। আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের আইন সহায়ক কেন্দ্র (আসক ফাউন্ডেশন) ও অবসর প্রাপ্ত সেনা সদস্যদেও সংগঠন সৈনিক কল্যাণ সংস্থার কার্যালয়ে তিনি পৃথক পৃথক এ মতবিনিময় করেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী (অব:) সৈনিক কল্যাণ সংগঠনের সভাপতি লেফটেন্যান্ট শফিকুর রহমানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুজিবর রহমান, সৈনিক কল্যাণ সংগঠনের উপদেষ্টা সাবেক সেনা সদস্য আছাফুর রহমান, সাধারণ সম্পাদক অবসর প্রাপ্ত সার্জেন্ট আব্দুল আলিম, আসকের সভাপতি মহিউদ্দীন মিঠু, আসক সেক্রেটারি রাজিব হোসেন প্রমুখ। এ সময় সেখানে ভ্যান শ্রমিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
এ সময় লে: কর্নেল জামায়েত হোসেন বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী একজন সক্রিয় কর্মী হয়ে জীবনকে বাজি রেখে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। মানব সেবাই বড় ধর্ম”এই মূলমন্ত্রে বিশ্বাসী হয়ে সাতক্ষীরা-৩ আসনের জনগণের কল্যাণে আমি কাজ করে মানুষের সেবক হতে চাই।
অবসরের পর থেকে তিনি মানুষের সেবায় নিয়োজিত আছেন। জীবনের বাকী সময়টুকুও জনকল্যাণে বিলিয়ে দিতে চান।