ঝগড়া এড়াতে ও ধনপ্রাপ্তির জন্য কী করতে হবে? জেনে নিন চাণক্যনীতি
পাপ, দারিদ্র, ক্লেশ ও ভয় দূর করার প্রক্রিয়া সম্বন্ধে বলে গিয়েছেন আচার্য চাণক্য।
চাণক্য বলে গিয়েছেন, নীরব অবস্থান নিলে কলহ বা বিবাদ এড়ানো যায়। অর্থাত্ কেউ আপনাকে অশোভন কথা বললেও চুপ থাকাই শ্রেয়।
মৌন থাকলে আপনার মনে কী চলছে, তা অন্যরা জানতে পারবে না।
সর্বদা জেগে থাকলে ভয় দূর হয়। অর্থাত্ চাণক্য বলে গিয়েছেন, আপনি সতর্ক থাকলে ভয় কাছে ঘেঁষতে ভয় পাবে।
‘উঘেগে নাস্তি জপতে নাস্তি পাতকম, মৌনন কলহো নাস্তি জাগৃতস্য চ ন ভয়ম’।
আচার্যের মতে,দারিদ্র দূর করতে হলে উপায় খুঁজতে হবে। সঠিক দিশায় চেষ্টা করলে ধনপ্রাপ্তি হবে।
Please follow and like us: