নেতা হচ্ছেন কী পরীমণি?
ঢাকাইয়া চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান খুলে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করবেন বলে ঘোষণা দেন নায়িকা। তবে এবার মনে হয় প্রযোজক হিসেবে নয় বরং নেতা হয়েই আসতে চান তিনি।
অনেকেই হয়তোবা এটা শুনে মনে করছেন তাহলে কী মত বদলেছেন পরীমণি? আসলে ব্যাপারটা হলো ঈদ উপলক্ষে এসএ টিভির একটি বিশেষ অনুষ্ঠানে হাজির হন নায়িকা। আর সেখানে তিনি বলেন, নেতা হলে তিনি এফডিসিতে ১০টি গরু কোরবানি দেবেন।
ঈদের দিন এসএ টিভিতে ‘আমার নায়ক’ শিরোনামের একটি অনুষ্ঠানের সঞ্চালনা করছেন পরীমণি। সেখানে তার অতিথি হিসেবে ছিলেন জায়েদ খান। তাদের আড্ডায় উঠে আসে নানা জানা-অজানা কথা। পরীমণি সেখানে জানান, তার ক্যারিয়ারে জায়েদ খানের অবদান কতটা। এফডিসিতে কোরবানি দেয়া প্রসঙ্গে পরীমণি বলেন, প্রথম যখন এফডিসিতে পশু কোরবানি দিই, সেটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ ঈদ। এফডিসিকে আমি নিজের পরিবার মনে করি। যত দিন বাঁচব, আমি এফডিসিতেই পশু কোরবানি দিতে চাই।
এদিকে পরীমণির এমন মহৎ কাজে মুগ্ধ হয়েছে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই। শিল্পী সমিতির হয়ে তার প্রতি কৃতজ্ঞতা জানান জায়েদ খান।
পরীমনির উদ্দেশ্যে তিনি বলেন, তোমার এই কাজ দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি, শিখেছি। সে জন্য এবার আমরাও দুস্থ ও অসচ্ছল শিল্পীদের জন্য পশু কোরবানি দিয়েছি।
জায়েদ খানের এমন কথার উত্তরে পরীমনি বলেন, আমি যখন নেতা হব, তুমি যদি আমাকে হেল্প করো, তাহলে আমি ১০টা গরু কোরবানি দেব।
পরীমনির এই উত্তর থেকে ধরে নেয়া যায় তিনি নেতা হতে চান। আবার অনেকটা কথার কথা হিসেবেও ধরা যায়। তবে আসলেই কী পরীমণি নেতা হতে চান? কিংবা নির্বাচন করবেন? সেই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে।
উল্লেখ্য, পরীমণির সঞ্চালনায় এই অনুষ্ঠান আরো চার দিন প্রচার হবে। প্রত্যেক পর্বেই আসবেন পরীমণির সঙ্গে নায়ক হিসেবে অভিনয় করা অভিনেতা।
আগামী পর্বগুলোতে তার সঙ্গে থাকবেন সাইমন সাদিক, রোশান, ইয়াশ রোহান ও কায়েস আরজু। প্রতিদিন রাত ৯টা ৩৯ মিনিটে এসএ টিভিতে প্রচার হবে ‘আমার নায়ক’।