রাঙামাটিতে এমএনলারমা’র কর্মীকে গুলি করে হত্যা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মিশন চাকমা (৩২) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএনলারমা)’র এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার রাতে এ ঘটনা ঘটে।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কদল সন্ত্রাসী উপজেলার বঙ্গলতলি ইউনিয়নে মিশন চাকমার নিজ বাসায় তাকে হত্যা করে চলে যায়।
তিনি আরো জানিয়েছেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুসারে নিহত মিশন চাকমা এমএনলারমা’র হয়ে সোর্স হিসেবে কাজ করতেন। তাকে যারা হত্যা করেছে তারা পাহাড়ের আরেক আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সশস্ত্র ক্যাডার।
তবে এ ব্যাপারে নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুসারেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন আমির হোসেন।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএনলারমা) বাঘাইছড়ির উপজেলার সভাপতি সুরেশ কান্তি চাকমা বলেন, ইউপিডিএফের উদয় বিকাশ চাকমা ওরেফে চিক্কিধন চাকমার নেতৃত্বে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আমরা যতটুকু খবর পেয়েছি প্রায় ঘণ্টাব্যাপী লাঠি দিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহত করার পর, মৃত্যু নিশ্চিতের জন্য গুলি করা হয়।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র মুখপাত্র নিরন চাকমা জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটা তাদের আভ্যন্তরীণ বিরোধ হতে পারে।
ধারণা করা যায়, গত সপ্তাহে পাহাড়ের আরেক জেলা খাগড়াছড়ি শহরের স্বনির্ভর বাজার এলাকায় সশস্ত্র হামলায় ইউপিডিএফ এর ৭ নেতাকর্মী সমর্থক ও শুভানুধ্যায়ী হত্যার ঘটনার প্রতিশোধ হিসেবেই এই ঘটনা ঘটে থাকতে পারে। কারণ ওই হত্যাকাণ্ডের পর ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি( এমএনলারমা)’কে দায়ী করে আসছিল ইউপিডিএফ নেতারা।