ঈদে পরীর তিন!
ঢাকাইয়া চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি। ২০১৬ সালে ইদুল আজহায় প্রথম বিএফডিসিতে কোরবানি দেন তিনি। আর বিষয়টি বেশ ফলাও করেই গণমাধ্যমে এসেছিল।
সেবার ঈদের দিন পরীমনি নিজেও সেখানে ছিলেন এবং সহশিল্পীদেরদের সঙ্গে ঈদ উদযাপন করেন। নিজ হাতে সবাইকে মাংস বিতরণ করেছেন।
এবার বিএফডিসিতে তিনটি গরু কোরবানি দেবেন পরীমনি। রাজধানীর ৩০০ ফিট পূর্বাচল এলাকা থেকে ইতোমধ্যে গরু কিনে এনেছেন।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, সারারাত ধরে হাট ঘুরে ঘুরে কিছুক্ষণ আগে একই ধরনের তিনটি গরু নিয়ে এসেছি। এখন তাদের খাবার দিচ্ছি। ওদের জন্য মায়া হচ্ছে।
কোরবানির ব্যপারে পরীমনি বলেন, আমার যতদিন সামর্থ থাকবে, যতদিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেব। চলচ্চিত্রের অসচ্ছ্বল সহশিল্পীদের মাঝে মাংস বিতরণ করবো।
ঈদে পরীমনির নতুন কোনো ছবি মুক্তি পাচ্ছে না। তার ‘স্বপ্নজাল’ চলতি বছরে মুক্তি পেয়েছে। ছবিটি সমালোচক মহলে প্রশংসিতও হয়েছে।