তালার ৪ লক্ষ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত: স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্তে প্রমাণিত
তালা উপজেলার প্রায় ৪ লক্ষ্য মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিতর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তদন্ত টিম সত্যতা নিশ্চিত হয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস জানিয়েছেন।
ঘটনার বিবরণে প্রকাশ, চিকিৎসার জন্য তালা ৫০ শয্যা সরকারী হাসপাতালে ৩৩জন চিকিৎসক এর পদ সৃষ্ট। কিন্তু উক্ত পদের বিপরীত ৪ জন ডাক্তার। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রয়েছেন প্রশাসনিক পদে ১জন, ডেপুটেশনে রয়েছেন ডাক্তার ১জন, ২জন মেডিকেল অফিসার দৈনিক আউটডোরে শতশত রোগীর চিকিৎসা দিতে হয়। তাছাড়া হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা দিতে হয় ওই দুজনকে। তাই বিভিন্ন সময় প্রকৃত স্বাস্থ্য সেবা থেকে বি ত হচ্ছে তালাবাসী বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয় । পত্রিকার কাটিং নিয়ে সরজমিনে তদন্তে আসেন স্বাস্থ্য সচিব এর পক্ষে সাতক্ষীরা সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার। তদন্ত কালে এ প্রতিবেদক কে জিজ্ঞাসাবাদ সহ সরজমিনে বাস্তব চিত্র দেখেন দুজন চিকিৎসকই সেবা দিচ্ছেন। তিনি পত্রিকার সংবাদ এর সত্যতা প্রমাণিত হওয়ায় অতিদ্রুত প্রতিবেদন এর মাধ্যমে সরকার কে অবহিত করবেন ও জনদূর্ভোগ লাঘবে সরকার কে জরুরী ভিত্তিতে জনদূর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করবেন ।