শহরে ইয়াছিন নামের এক ছাত্রের সান্ধান পাওয়া যাচ্ছে না
মোঃ ইয়াছিন হোসেন বাবু(১৫) নামের এক শিশু ছাত্রের সন্ধান পাওয়া যাচ্ছে না। সে গত ১৭ আগস্ট সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরে নি।
এ ব্যাপারে ইয়াছিন হোসেন বাবু’র মাতা নারগিস আক্তার গত ১৯ আগস্ট সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন যার ডায়েরী নং-১০২৫।
তার পিতার নাম মৃত সেলিম খাঁ, সাং-রাজবাদ,থানা-হরিয়ানটানা, জেলা-খুলনা। তারা বর্তমানে শহরের রাধানগর এলাকার রুপালী পেশকারের বাড়িতে ভাড়া থাকে।
সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, মোঃ ইয়াছিন হোসেন বাবু’র বয়স ১৫ বছর,গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মুখমণ্ডল লম্বাকৃতি, উচ্চতা ৬ ফুট, শরীর স্বাস্থ্য মাঝারি, পরনে সবুজ রংয়ের চেক এর ফুল হাতা শার্ট এবং বুলু রংয়ের জিন্স প্যান্ট, মাথায় অপারেশনের কাটা দাগ আছে।
ইয়াছিন হোসেন বাবু’র কোন সন্ধান পাওয়া গেলে তার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য আহব্বান জানিয়েছেন তার মাতা।