আজ ভারতের বিপক্ষে বাংলাদেশি মেয়েদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই
হট ফেভারিট হিসেবেই সাফ অনূর্ধ-১৫ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসর শুরু করেছিল ডিফেন্ডং চ্যাম্পিয়ন বাংলাদেশ৷ প্রতিটি ম্যাচেই পারফরম্যান্স ছিল নজড়কাড়া৷
ভুটানে অনুষ্ঠেয় এবারের আসরে সেমি ফাইনাল পর্যন্ত বাংলাদেশের নৈপুণ্য সত্যিই মুগ্ধ করেছে সবাইকে৷ যাঁরা ফুটবল নিয়মিত দেখেন না, তাঁরাও কিন্তু প্রেমে মজেছেন, গর্ব করেছেন৷ গর্ব তো হতেই পারে৷ বাংলাদেশের ফুটবল যখন মেঘে ঢাকা সূর্যের মতো ম্লাণ হয়ে কোনো আভা না ছড়িয়েই ডুবে যাচ্ছিল প্রায়, ঠিক সে সময়েই এ কিশোরীরা দেখাচ্ছেন নতুন স্বপ্ন৷
পারবেন কি তারা নিজেদের আধিপত্য ধরে রাখতে? এ প্রশ্নের জবাব মিলবে আজ ১৮ আগস্ট, শনিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায়৷ গতবারের মতো এবারও ফাইনালে প্রতিপক্ষ ভারত৷ দুই দলের লক্ষ্য যদিও অভিন্ন, অর্থাৎ চ্যাম্পিয়ন হওয়া, কিন্তু শিরোপাকে নিজেদের ঘরে আনার অনুভূতি কিন্তু দু’দলের এক রকম নয়৷ শিরোপা জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের কিশোরীররা বজায় রাখবেন নিজেদের আধিপত্য৷ আর প্রতিবেশী ভারতের জন্য এটি হবে প্রতিশাধের স্বপ্ন পূরণ ও প্রথমবারের মতো শিরোপা নিজেদের করার তৃপ্তি৷
ফাইনালে আসার যে পথ বাংলাদেশের কিশোরীরা অতিক্রম করেছেন, সেটি হতে পারে তাদের অনুপ্রেরণা৷ গ্রুপ পর্ব থেকে শুরু করে প্রতিটি ম্যাচেই তারা দেখিয়েছেন শিরোপা ধরে রাখার লড়াইয়ে তাদের সামর্থ্য৷ গ্রুপপর্বে পাকিস্তানকে ১৪-০ গোলে হারিয়েছেন তারা৷ খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছেন নবাগত পাকিস্তানকে৷ তারপর নেপালকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ান৷ সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা স্বাগতিক ভুটানকে হারান ৫-০ গোলে৷
শুধু ম্যাচ জয়ের হিসেব দিয়ে বিবেচনা করলে এ কিশোরীদের সামর্থ্যের পরিপূর্ণ বিশ্লষণ ফুটিয়ে তোলা যাবে না৷ গোলের সংখ্যা দিয়ে যদি বিবেচনা করা হয়, তাহলে বুঝা যায় কতটা আগ্রাসী ছিলেন মাঠে৷ ফাইনালে আসার আগের প্রতিটি ম্যাচে প্রমাণ করেছেন রক্ষণভাগ, আক্রমনভাগ ও মাঝমাঠে নিজেদের দাপুটে অবস্থান৷ এ টুর্নামেন্টে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন ২২ বার৷
এ আসরে ভারতের মেয়েরাও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন৷ প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারায় তারা৷ তার আগে শ্রীলঙ্কাকে ১২-০ ও ভুটানকে ১-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পৌঁছায় তারা৷
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মেয়েরা প্রায় নিয়মিতই দারুণ ফুটবল খেলছেন৷ ২০১৪ সালে নেপালে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে প্রথম শিরোপা জিতেছিলেন৷ এরপর তাজিকিস্তানেও জেতেন একই টুর্নামেন্টের শিরোপা৷ এরপর ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্ব, গত বছর ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ এবং গত এপ্রিলে হংকংয়ে চার জাতি জকি কাপ নিজেদের ঘরে তোলেন তারা৷
তবে শনিবারের ফাইনালে ভারতের বিপক্ষে গত আসরের ফাইনালটি নিঃসন্দেহে অনুপ্রেরণা জোগাবে বাংলাদেশের মেয়েদের৷ ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ৷