মুলতানি মাটির নানাগুণ

মুলতানি মাটি বলতে অনেকেই রূপচর্চ্চার কথা ভাবেন৷ কিন্তু ১০০ বছর আগে আবিস্কার হওয়া মিনারেল সমৃদ্ধ এই মুলতানি মাটির রয়েছে ভেষজ ওষুধের মতো নানাগুণ৷ বিস্তারিত জানতে ক্লিক করুন ছবিঘরে৷

ভ্রমণে পেট খারাপ হলে

মুলতানি মাটির সাথে পানি মিশিয়ে একটি পাতলা ড্রিংক তৈরি করে নিন৷ এবার ধীরে ধীরে পান করে ফেলুন, দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনার পেট ঠিক হয়ে যাবে৷

বাতের ব্যথায়

১০০ বছর আগে মানুষ মিনারেল সমৃদ্ধ মুলতানি মাটির গুণের কথা আবিষ্কার করেছেন৷ আজকের যুগে ভেষজ ওষুধের ক্ষেত্রে এই মাটির রয়েছে বিশেষ ভূমিকা৷ মুলতানি মাটি গরম পানি দিয়ে গুলে নিয়ে বাতের ব্যথার স্থানে নিয়মিত লাগিয়ে রাখুন৷ এভাবে কিছুদিন লাগালে ধীরে ধীরে বাতের ব্যথা চলে যাবে৷

জয়েন্টের ব্যথায়…

খেলাধুলার সময় শরীরের যে কোনো অঙ্গে ব্যথায় মুলতানি খুব উপকারী৷ প্রথমে মুলতানি মাটি পানি দিয়ে গুলে পেস্ট তৈরি করে লাগিয়ে দিন৷ এবার একটু মোটা করে যেখানে ব্যথা বা চোট লেগেছে, সেখানে লাগিয়ে তার ওপর একটি সুতি কাপড় দিয়ে পেচিয়ে রাখুন৷ শুকিয়ে গেলে তুলে ফেলুন৷ দেখবেন ফোলা বা ব্যথা কমে গেছে৷

ম্যাসাজ

আজকের যান্ত্রিক জীবনে বাড়ছে মানুষের ব্যস্ততা আর প্রতিযোগিতা৷ সেইসাথে বাড়ছে নানা শারীরিক ও মানসিক সমস্যা৷ এসব চাপ থেকে সাময়িকভাবে মুক্তি পেতে বিভিন্ন ধরনের ম্যাসাজের জুড়ি নেই৷ এক্ষেত্রে মুলতানি মাটি বেশ উপকারী৷

আপনার কি অম্বল বা অ্যাসিডিটি সমস্যা?

অসুবিধা নেই৷ সামান্য মুলতানি মাটি এক গ্লাস পানিতে দিয়ে একটি ড্রিংক বানিয়ে নিন৷ খাওয়ার ঠিক ৩০ মিনিট আগে এই পানীয় পান করে নিন৷ দেখবেন, সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে৷

আপনার কি অম্বল বা অ্যাসিডিটি সমস্যা?

অসুবিধা নেই৷ সামান্য মুলতানি মাটি এক গ্লাস পানিতে দিয়ে একটি ড্রিংক বানিয়ে নিন৷ খাওয়ার ঠিক ৩০ মিনিট আগে এই পানীয় পান করে নিন৷ দেখবেন, সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে৷

রোদে পোড়াভাব দূর করতে

রোদে কোথাও পুড়ে গেলে ক্ষতস্থানে মুলতানি মাটি গুলে ভালো করে লাগিয়ে রাখুন৷ কিংবা গোলানো মাটিতে হাঁটতে পারেন৷ এতে ত্বক যেমন ঠান্ডা হবে, তেমনি ইনফেকশন হওয়ার আশঙ্কাও কমে যাবে৷

রূপচর্চায় মুলতানি মাটি

গায়ের রং ফর্সা করতে এবং ত্বককে মসৃণ করতে মুলতানি মাটির ফেসিয়ালের ব্যবহার এশিয়ার প্রায় সকল নারীই জানেন৷ তবে শুধু এশিয়ায় নয়, মুলতানি মাটি আজকাল জার্মান নারীদের কাছেও বেশ পরিচিত হয়ে উঠছে৷ জার্মানিতে এই মুলতানি মাটিকে স্বাস্থ্যকর মাটি বলা হয়ে থাকে৷

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)