তালা হাজরাকাটি-কাটবুনিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হলেন আফজাল হোসেন
তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড (হাজরাকাটি-কাটবুনিয়া) আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন মোঃ আফজাল হোসেন। তিনি হাজরাকাটি গ্রামের শেরআলী সরদারের পুত্র। শুক্রবার (১৭ আগস্ট) খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলী এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোড়ল বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল হামিদ সরদার, সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগনেতা শেখ আক্কাজ আলী সুনিল চক্রবর্তী অরুণ রায় ডাক্তার রিয়াজ উদ্দীন আরিফুল সরদার সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খলিলনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড (হাজরাকাটি-কাটবুনিয়া) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইছার উদ্দীন মোড়লের অকাল মৃত্যুতে পদটি শূন্য হয়। কমিটির ১নং যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেনকে উক্ত পদের দায়িত্ব প্রদান করেন নেতৃবৃন্দ।
Please follow and like us: