কালিগঞ্জে ৩১৬ টি পরিবারে বিদ্যুতের বাতি জ্বললো
আজ শুক্রবার দুপুর ১২ টায় কালিগঞ্জের কাঁকশিয়ালি হইতে খলিশখালী পর্যন্ত ৬ কিলোমিটার লাইনে মোট ৩১৬ টি পরিবারের মধ্যে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের শুভ উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি।তারালী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য জনাব মো: গাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট,কালিগঞ্জ মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও ইউপি নারী ওয়ার্ড সদস্য জেবুন্নাহার জেবু,কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার, নলতা ইউনিয়ন আ’লীগের সভাপতি আনিছুজ্জাম খোকন, ইউপি সদস্য বাবলু বিশ্বাস, আশরাফ হোসেন,কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সাব্বির আহম্মেদ বিদ্যুৎ সহ প্রমুখ।