হবিগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লাতুরগাঁও গ্রামে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে মহিবুল হোসেন (৩৫) নামে সাবেক এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মহিবুল লাতুরগাঁও গ্রামের মৃত মতলিব হোসেনের ছেলে।
এর আগে গত ১৩ আগস্ট সকালে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে মহিবুল আহত হন।
স্থানীয়রা জানান, ওই গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আব্দুন নূর ও তার লোকজনের সঙ্গে মহিবুলের ঝগড়া হয়। এ সময় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে মহিবুলসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই দিন রাতে মহিবুল হোসেনের বড় ভাই সফিক মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি অভিযোগ করেন।
মিরাশি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ জানান, মহিবুল উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।