আশাশুনিতে সমবায়ী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনিতে সমবায়ী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুুিষ্ঠত হয়েছে। বৃস্পতিবার উপজেলা বিআরডিবি মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিআরডিবি আশাশুনির বাস্তবায়নে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি। ইউএনও মাফফারা তাসনীনের সভাপতিত্বে ও আরডিও বিশ্বজিৎ কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জী, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, কৃষকলীগ আহবায়ক ঢালী মোঃ সামছুল আলম, প্রভাষক মাহবুবুল হক ডাবলু, ছাত্রলীগ সাবেক সেক্রেটারী মনিরুজ্জামান বিপুল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমবায়ীদের মাঝে ঋণের চেক ও আমের চারা বিতরণ করা হয়।